ভারতের গুরুগ্রামে মদ খাওয়া নিয়ে একটি আবাসিক ভবনের বাসিন্দা ও নিরাপত্তাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১০ জুন) তাদের মধ্যে মদ খাওয়া নিয়ে শুরুতে তর্ক শুরু হয়, যা এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। খবর এনডিটিভি
বৃহস্পতিবার গুরুগ্রামের রউফ আনন্দ সোসাইটির কয়েকজন বাসিন্দা মদ খাওয়ার আয়োজন করলে নিরাপত্তাকর্মীরা তাদের বাধা দেয়। এক পর্যায়ে আবাসিক ভবনের বাসিন্দারা নিরাপত্তাকর্মীদের গালাগাল করে এবং মারধর করে। এরপর নিরাপত্তাকর্মীরাও তাদের ওপর হামলে পড়ে।
এ ঘটনার ভিডিও ফুটেজে দেখা গেছে, নিরাপত্তাকর্মীদের মারধরে পর ওই বাসিন্দাদের ঠেকাতে অন্য একটি নিরাপত্তাবাহিনী চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিরাপত্তাকর্মীদের কয়েকজন বাসিন্দারের মারধরও করে।
ঘটনা এক পর্যায়ে ভয়াবহ রূপ নেয়। হামলা থেকে বাঁচতে এক নিরাপত্তাকর্মী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ভিডিও ফুটেজে এক বাইকারে নিরাপত্তাকর্মীদের হাতে হামলার শিকার হতে দেখা গেছে।
পুলিশ জানিয়েছে, ভিডিও ফুটেজ দেখে জড়িতদের বিরুদ্ধে তদন্ত চালানো সাক্ষেপে ব্যবস্থা নেয়া হচ্ছে।