22 C
Dhaka
Saturday, December 7, 2024

চিকিৎসা শেষে অন্তঃসত্ত্বা বোনকে নিয়ে ফেরার পথে প্রাণ হারালেন দুজনই

নোয়াখালীর সোনাইমুড়ীতে চিকিৎসা শেষে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে কাভার্ড়ভ্যানের ধাক্কায় ভাই-বোন নিহত হয়েছেন।

শুক্রবার (৫ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার বগাদিয়া উত্তর পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগাদিয়া গ্রামের বসির আহমেদের ছেলে মো. ইয়াছিন (১৮), ও বড় মেয়ে বিউটি আক্তার (৩০)। বিউটি আক্তার সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

আরো পড়ুন  দুই শিশু কন্যাকে হত্যা করে মশারি টাঙিয়ে খাটে বসে ছিলেন মা, অতঃপর...

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ি থেকে অন্তঃসত্ত্বা বোনকে নিয়ে সোনাইমুড়ীর একটি হাসপাতালে আসেন ইয়াছিন। চিকিৎসা শেষে অটোরিকশাযোগে তারা বাড়ি ফিরছিলেন। বগাদিয়া উত্তর পোল এলাকায় রাস্তা পার হওয়ার সময় রিকশার পেছন দিক থেকে ধাক্কা দেয় কাভার্ডভ্যান।

এ সময় গুরুতর আহত হন ভাই-বোন। তাদের উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন  শ্রেণিকক্ষে ভূত আতঙ্ক, অসুস্থ ২০ শিক্ষার্থী

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত কভার্ডভ্যান ও আটোরিকশা থানায় নেয়া হয়। তবে দুই গাড়ির চালক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

সর্বশেষ সংবাদ