28 C
Dhaka
Tuesday, October 15, 2024

মারা গেলেন ফুটবলার মিথিলা

বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ ও অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দলের সাবেক খেলোয়াড় মিথিলা আক্তার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৩ বছর।

সোমবার (৮ জুলাই) এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বিবৃতিতে বাফুফে জানায়, দীর্ঘদিন ধরে লিভার ও শ্বাসকষ্ট জটিলতায় ভুগছিলেন মিথিলা। রোববার রাতে তার মৃত্যু হয়।

এ নারী ফুটবলারের মৃত্যুতে সভাপতি কাজী মোঃ সালাহউদ্দিনসহ বাফুফের অন্যান্য কর্মকর্তারা শোক প্রকাশ করেছেন। গভীর সমবেদনা জানিয়েছেন তার পরিবারের প্রতি।

আরো পড়ুন  আর্জেন্টিনা না পারলেও জয় পেয়েছে ব্রাজিল
সর্বশেষ সংবাদ