24 C
Dhaka
Thursday, November 21, 2024

বিএন‌পির কার্যালয়ে অ‌ভিযান শেষে যা জানালেন ডিবিপ্রধান

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথভাবে অভিযান পরিচালনা করছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) ও ঢাকা মহানগর পুলিশের সদস্যরা। অভিযানের নেতৃত্বে দিয়েছেন ডিবিপ্রধান হারুন-অর-রশিদ। মঙ্গলবার (১৬ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালায় তারা।

অভিযান শেষে ডিবিপ্রধান হারুন অর রশিদ বলেন, অভিযানে ১০০টির বেশি ককটেল, ৫/৬ বোতল পেট্রোল, ৫০০টি বাঁশের লাঠি, সাতটি দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এগুলোর সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই ডিবির উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে গেছে। সাতজনকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ রয়েছেন।

আরো পড়ুন  ঢাকার পথে মাঝআকাশে বিমানের উইন্ডশিল্ডে ফাটল, এরপর যা ঘটল

তিনি আরও বলেন, ‘যারা গুজব ছড়াচ্ছে, এখানে অর্থ বিনিয়োগ করছে, অপরাজনীতি করেছে তাদের নাম আমরা পেয়েছি। তাদের সবাইকে গ্রেপ্তার করা হবে। এক দল রাজনৈতিক উদ্দেশ্যের জন্য ছাত্রদের ব্যবহার করছে। কোটা আন্দোলনকে ব্যবহার করছে। তাদের গ্রেপ্তারে ডিবি বিভিন্ন এলাকায় কাজ করছে। তাদের নাম এখনই বলব না।’

সর্বশেষ সংবাদ