29 C
Dhaka
Thursday, November 21, 2024

২৪ এর বিপ্লবের পরও ষড়যন্ত্র হচ্ছে : শিবির সভাপতি

‘২৪ এর ছাত্র-জনতার বিপ্লবের পরেও জাতিকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্র চলমান বলে মন্তব্য করেছে ইসলামি ছাত্রশিবিরের সভাপতি মঞ্জরুল ইসলাম।

শনিবার (১৯ অক্টোবর) রাজধানীর একটি হোটেল সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

শিবির সভাপতি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার ছাত্রশিবিরের নেতাকর্মীদের গুম-খুন করা হয়। ছাত্রশিবিরের নেতাকর্মীদের ছাত্রত্ব বাতিল করা হয়।

আরো পড়ুন  মতিয়া চৌধুরীর জানাজা সম্পন্ন | কালবেলা

জাতির যেকোন দুর্যোগে ছাত্রশিবির সবার আগে এগিয়ে এসেছে জানিয়ে মঞ্জরুল ইসলাম বলেন, ইসলামি ছাত্রশিবিরসহ সকল অনেক ছাত্র সংগঠনকে শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করার সুযোগ দেওয়া হয়নি।

তিনি বলেন, ছাত্রশিবির চায় ছাত্র সংসদের নির্বাচনের মধ্যে দিয়ে সুস্থ রাজনৈতিক দ্বারা তৈরি হোক, কোনো দলীয় লেজুড়বৃত্তি চায় না ক্যাম্পাসগুলোতে, কোনো গেস্টরুম কালচার চায় না ছাত্রশিবির। আমরা চাই সকল ছাত্র সংগঠনের ক্যাম্পাসে সহ অবস্থান নিশ্চিত হোক। যারা এতো দিন ক্যাম্পাসে সহ অবস্থানের অধিকার পায়নি, তাদের অধিকার ফিরিয়ে দেওয়া হোক।

আরো পড়ুন  ডেঙ্গু প্রতিরোধে আগাম ব্যবস্থা নেওয়া উচিত ছিল : রিজভী

সর্বশেষ সংবাদ