28 C
Dhaka
Monday, July 1, 2024

চাঁদে রোবট ট্রেন তৈরি করতে চায় নাসা

চাঁদে একটি রোবট ট্রেন নির্মাণ! শুনে মনে হবে সাই-ফাই উপন্যাসের পাতা থেকে ছেঁড়া কোন গল্প! তবে এটি এখন আর গল্প নয়। চাঁদের চারপাশে নির্ভরযোগ্য পরিবহনের জন্য প্রথম সম্পূর্ণরূপে কার্যকরী রেলওয়ে স্টেশন তৈরি করতে চায় যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা নাসা। শুক্রবার (১০ মে) এক প্রতিবেদনে যুক্তরাজ্যর সংবাদ মাধ্যম ডেইলি মেইল এ তথ্য জানায়।

আরো পড়ুন  ভিডিও: ২ পুরুষের সঙ্গে স্ত্রীকে হাতেনাতে ধরলেন স্বামী, এরপর যা হল

প্রতিবেদনে বলা হয়, এই ট্রেনটি পৃথিবীর তুলনায় কিছুটা আলাদা হবে। রেলওয়ে স্টেশনে, ফ্লেক্সিবল লেভিটেশন অন এ ট্র্যাক, যা মূলত চাঁদের পৃষ্ঠে ভাসমান অবস্থায় প্রতিদিন ১শ’ টন পর্যন্ত পদার্থ পরিবহনের জন্য লেভিটেটিং ম্যাগনেটিক রোবট ব্যবহার করার পরিকল্পনা করছে মহাকাশ গবেষণা সংস্থাটি।

নাসা-র জেট প্রপালশন ল্যাবরেটরির একজন রোবোটিক্স ইঞ্জিনিয়ার প্রজেক্ট লিডার ড. ইথান শ্যালার বলেছেন, ২০৩০ সালের দিকে শোব ধরনের চন্দ্র অভিযানের ক্ষেত্রে এই রোবোটিক পরিবহন ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আরো পড়ুন  ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা
সর্বশেষ সংবাদ