28 C
Dhaka
Monday, July 1, 2024

ঢাকাসহ সারাদেশে মৃদু ভূমিকম্প

রাজধানী ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। কয়েক সেকেন্ড স্থায়ী ছিল এ স্বল্পমাত্রার ভূমিকম্প।

বুধবার (২৯ মে) সন্ধ্যায় ভূমিকম্পে কেঁপে ওঠে দেশ। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

জানা গেছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারত-মিয়ানমার সীমান্ত। ৫.৭ মাত্রা রিখটার স্কেলে ভূকম্পন অনুভূত হয়।

এর আগে ২৮ এপ্রিল রাজশাহী অঞ্চলে ভূমিকম্প হয়। এর মাত্রা ছিল ৪ দশমিক ৪। হালকা ভূমিকম্প হওয়ায় কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তার আগে গত ২০ এপ্রিল চট্টগ্রাম মৃদু ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেল ছিল ৩.৭ মাত্রা। বন্দরনগরী থেকে ৪৩ কিলোমিটার দূরে আঘাত হানে ভূমিকম্পটি।

আরো পড়ুন  কি বলে আনারকে অভ্যর্থনা জানান শিলাস্তি
সর্বশেষ সংবাদ