23 C
Dhaka
Thursday, December 5, 2024

প্রেমিকের সঙ্গে ঘুরতে বেরিয়ে বখাটের কবলে তরুণী, অতঃপর…

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় প্রেমিকের সামনে প্রেমিকাকে ধর্ষণের চেষ্টাকালে বখাটেকে আটক করেছে পুলিশ। শনিবার (১ জুন) সকালে ওই যুবকের তথ্যের ভিত্তিতে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৩১ মে) রাতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বামনকান্দা রেল জংশন এলাকায় ওই ঘটনা ঘটে।

আটক বখাটে যুবক উপজেলার চান্দ্রা ইউনিয়নের চেয়ারম্যান আ. খালেক মোল্লার ছেলে সাইফুর রহমান সুজন (২১)। অন্য দুজন হলেন- পার্শ্ববর্তী গোয়ালদী গ্রামের মন্নু মুন্সির ছেলে তাহাসিন মুন্সী (২০) ও একই গ্রামের তালেব মিয়ার ছেলে মুন্না মিয়া (২১)।

আরো পড়ুন  পুলিশ সদস্যের সঙ্গে রোহিঙ্গা কিশোরীর প্রেম, অতঃপর...

পুলিশ সূত্রে জানা যায়, শিবচরের গুপ্তেরচর এলাকা থেকে প্রেমিক ইউনুচ সরদারের সঙ্গে তার প্রেমিকা ঘুরতে আসে ভাঙ্গা গোল চত্বরে। তারা সন্ধ্যার পরে ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে তখন সুজনসহ চার বখাটে যুবক ওই প্রেমিক-প্রেমিকার ভ্যানের গতিরোধ করে নামতে বাধ্য করে। এক পর্যায়ে বখাটেরা তাদের রাস্তার পাশে জঙ্গলের ভেতর নিয়ে প্রেমিক ইউনুচকে চড়-থাপ্পড় দিয়ে ভয়ভীতি দেখিয়ে প্রেমিকাকে ধর্ষণের চেষ্টা চালায়। এক্সপ্রেসওয়ের বাইপাস সড়ক দিয়ে পুলিশ সদস্যদের টহলকালে ভ্যানচালক বিষয়টি পুলিশকে অবহিত করেন। তখন পুলিশ ধাওয়া করে এক বখাটেকে আটক করতে সক্ষম হয়। আরও তিন বখাটে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ওই প্রেমিক-প্রেমিকা ও ভ্যানচালককে উদ্ধার করে পুলিশ।

আরো পড়ুন  এবার চোর সন্দেহে আটকে গণপিটুনি, যুবকের মৃত্যু

বিষয়টি নিশ্চিত করেন ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেন। এ বিষয়ে ধর্ষণ চেষ্টা আইনে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে পুলিশ জানায়। ওই প্রেমিকার মা বাদী হয়ে শনিবার ভাঙ্গা থানায় মামলা করেছেন।

সর্বশেষ সংবাদ