15 C
Dhaka
Wednesday, December 11, 2024

২ মেয়েকে উঠানে খেলতে দিয়ে রান্নাঘরে মা, ফিরে পেলেন নিথর দেহ

দুই মেয়েকে বাড়ির উঠানে খেলতে দিয়ে রান্না করতে যান মা বিবি খাদিজা। রান্না শেষে ফিরে দেখেন তারা উঠানে নাই। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পুকুরে পাওয়া খাদিজার দুই মেয়ে হালিমা (৮) ও হাবিবার (৫) নিথর দেহ।

বুধবার (৩ জুলাই) দুপুরে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের নয়ার চর গ্রামের মাতাব্বর বাড়িতে এমন মর্মান্তিক ঘটনা ঘটে।

আরো পড়ুন  প্রবাসীর স্ত্রীর আপত্তিকর ছবি তুলে চাঁদা দাবি, গ্রেপ্তার ৪

একসঙ্গে দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা খাদিজা। হতবাক স্বজন ও প্রতিবেশীরা। এতে শোকের ছায়া নেমে আসে পুরে গ্রামজুড়ে।

দুই মেয়ের স্বজনরা জানান, হালিমা ও হাবিবার বাবা সফি উদ্দিন মাতাব্বর ঢাকায় কাঠমিস্ত্রির কাজ করেন। দুই মেয়েকে নিয়ে বাড়িতে থাকেন খাদিজা। দুপুরে মেয়েদের উঠানে খেলতে দিয়ে খাদিজা রান্নাঘরে যান। এ সময় খেলার ছলে বাড়ির পুকুরে নেমে দুজনই ডুবে যায়। রান্না শেষে মা ফিরে দেখেন তারা উঠানে নেই।

আরো পড়ুন  শহীদদের নামে বিভিন্ন উপজেলায় স্টেডিয়াম করা হবে : আসিফ মাহমুদ

বাড়ির লোকজন প্রথমে পুকুরে হাবিবার নিথর দেহ ভাসতে দেখে উদ্ধার করেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে হালিমাকে ডুবন্ত অবস্থায় পাওয়া যায়। তাৎক্ষণিক দুই বোনকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

দুই মেয়ের চাচা মহিউদ্দিন জানান, পুকুর থেকে তাদের উদ্ধার করেই হাসপাতাল নিয়ে যান। কিন্তু উদ্ধারের আগেই তাদের মৃত্যু হয় বলে জানান চিকিৎসক।

আরো পড়ুন  দরজা ভেঙে দাদি ও নাতিকে কুপিয়ে হত্যা
সর্বশেষ সংবাদ