15 C
Dhaka
Wednesday, December 11, 2024

ছাত্রলীগ কর্মীদের রাস্তায় ফেলে বেধড়ক পেটাল মাদককারবারিরা

বাগেরহাটের মোরেলগঞ্জে ছাত্রলীগের কর্মীদের রাস্তায় ফেলে বেধড়ক পিটিয়েছে মাদককারবারিরা। এ ঘটনায় ছাত্রলীগের ৫ কর্মী আহত হয়েছেন।

সোমবার (১ জুলাই) রাত ৯টার দিকে বয়রাতলা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ছাত্রলীগ কর্মী মো. ফয়সাল শেখ, মাসুম হাওলাদার ও আবু বকর রাকিবকে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত শাকিল আহমেদ শান্ত ও মো. তারিফ শেখকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আরো পড়ুন  সাবেক রেলমন্ত্রীর বিছানায় টাকার ছড়াছড়ি, খেলছে শিশুরা

আহতরা সবাই ছাত্রলীগের কর্মী বলে জানিয়েছেন পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাক বিল্লাহ রূপম।

এ ঘটনায় মাদককারবারি জামাল শেখ, তার ছেলে রাব্বি শেখ, মেয়ে মালা আক্তারসহ সাতজনের বিরুদ্ধে ঘটনার পরদিন মঙ্গলবার (২ জুলাই) রাতে থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ দ্বীন ইসলাম নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে। অবাধে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় এ হামলার ঘটনা ঘটে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

আরো পড়ুন  বগুড়ায় দুই মাস পর আন্দোলনে নিহত সাব্বিরের মরদেহ উত্তোলন

এ সম্পর্কে থাকার ওসি মোহাম্মদ সামসুদ্দিন বলেন, এ মামলার আসামিদের নামে মাদক আইনে প্রায় ৩০টি মামলা রয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সর্বশেষ সংবাদ