27 C
Dhaka
Friday, July 5, 2024

তামিলনাড়ুতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮

ভারতের তামিলনাড়ুর শিবকাশিতে একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আট জন নিহত ও ১২ জন আহত হয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার (৯ মে) দুপুরে তামিলনাড়ুর বিরুধুনগর জেলার শিবকাশিতে ওই আতশবাজির কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। কী কারণে বিস্ফোরণ ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

আরো পড়ুন  ফিলিস্তিনি নারী সাংবাদিকের সাহসিকতার পুরস্কার কেন ফিরিয়ে নিল যুক্তরাষ্ট্র?

শিবকাশী ভারতের আতশবাজি উৎপাদন কেন্দ্র হিসেবে পরিচিত। দেশটির আতশবাজি, নিরাপত্তা ম্যাচ এবং স্টেশনারি আইটেমের মোট উৎপাদনেও এই স্থানটি একটি বিশাল অংশ দখল করে আছে।

গত বছর অক্টোবরে তামিলনাড়ুর শিবকাশিতে আরেকটি ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ওই সময় শিবকাশির দুটি বাজির দোকানে বিস্ফোরণে ১১ জনের প্রাণহানি হয়। বাজির নমুনা পরীক্ষা করার সময় বিস্ফোরণ ঘটেছিল বলে জানা গিয়েছিল।

আরো পড়ুন  আবারও চমক দেখিয়ে প্রযুক্তির এলিট ক্লাবে ঢুকল ইরান
সর্বশেষ সংবাদ