27 C
Dhaka
Wednesday, July 3, 2024

যে কারণে কোনো আইনজীবী চান না শিলাস্তি

কলকাতার নিউটাউনের সঞ্জিভা গার্ডেনের একটি ফ্ল্যাটে খুন হন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। হত্যাকাণ্ডে গ্রেপ্তার তিন আসামিকে আবারও রিমান্ডে নিয়ে চলছে জিজ্ঞাসাবাদ।

আট দিনের রিমান্ড শেষে শুক্রবার (৩১ মে) দুপুরে আসামিদের হাজির করা হয় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। এ সময় তিনজনের আরও আট দিনের রিমান্ড আবেদন করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

আরো পড়ুন  এমপি আনার হত্যা: আওয়ামী লীগ নেতা আটক

শুনানি শেষে তাদের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শান্ত ইসলাম মল্লিক।

এ সময় বিচারক আসামিদের পক্ষে আইনজীবী নিয়োগের বিষয়ে জানতে চাইলে আমান ও তানভীর আইনজীবী নিয়োগে রাজি হলেও অস্বীকৃতি জানান শিলাস্তি রহমান। তবে কী কারণে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছে তা জানা যায়নি। তবে গত ২৪ মে আদালতে শুনানির সময় কান্নাজড়িত কণ্ঠে উচ্চস্বরে নিজেকে নির্দোষ দাবি করে আসছিলেন আসামি শিলাস্তি রহমান।

আরো পড়ুন  এমপি আনার খুন কসাই জিহাদ ১২ দিনের রিমান্ডে

উল্লেখ্য, সংসদ সদস্য আনার চিকিৎসা করাতে ১২ মে গেদে সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। কলকাতার অদূরে বরাহনগরে বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে এক রাত থাকার পর ১৩ মে দুপুর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন। পরে ২২ মে নিউটাউনের সঞ্জিভা গার্ডেন্সের ৫৬-বিইউ ফ্ল্যাটে খুন হওয়ার কথা জানায় সিআিইডি।

সর্বশেষ সংবাদ