31 C
Dhaka
Saturday, October 19, 2024

উত্তরের মহাসড়কে তীব্র যানজট  | কালবেলা

ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী মহাসড়কে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বরকে ঘিরে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

রোববার (১৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে হাটিকুমরুল গোলচত্বরকে ঘিরে এ যানজটের সৃষ্টি হয়। গোলচত্বর ঘিরে ৪টি রুটে প্রায় ৬ কিলোমিটারজুড়ে এ যানজট সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, হঠাৎ করেই দুপুরের দিকে এ মহাসড়কে যানজট সৃষ্টি হয়। বঙ্গবন্ধু সেতু পশ্চিম-হাটিকুমরুল মহাসড়কের পাঁচলিয়া থেকে হাটিকুমরুল পর্যন্ত দুই কিলোমিটার, হাটিকুমরুল থেকে বগুড়া রুটের প্রায় ২ কিলোমিটার, পাবনা রুটের ১ কিলোমিটার ও রাজশাহী রুটের ১ কিলোমিটার এলাকায় যানজট ছড়িয়ে পড়ে।

আরো পড়ুন  ছেলের সঙ্গে অভিমান, গলায় ফাঁস দিয়ে মায়ের আত্মহত্যা

ঢাকা থেকে পাবনাগামী হানিফ পরিবহনের যাত্রী সোলাইমান ও আবির, আহাদ পরিবহনের চালক সোহেল, ট্রাকচালক বিল্লাল এবং হেলপার রহমতসহ অনেকেই জানান, বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পর থেকে স্বাভাবিক ছিল। পাঁচলিয়া এলাকা থেকে শুরু হয়েছে যানজট। প্রায় এক ঘণ্টা ধরে একই এলাকায় দাঁড়িয়ে রয়েছেন বলে তারা জানান।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো. জাকির হোসেন কালবেলাকে বলেন, আমাদের পুলিশের টিম যানজট নিরসনে কাজ করছে। শিগগিরই যান চলাচল স্বাভাবিক হবে।

আরো পড়ুন  গণপিটুনিতে নিহত চেয়ারম্যান সেলিম খানের সেই অস্ত্র উদ্ধার

সর্বশেষ সংবাদ