26 C
Dhaka
Friday, October 18, 2024

জেলা কমিটি করছে ভোক্তা অধিকার সংস্থা ‘সিসিএস’

ভোক্তা অধিকার প্রতিষ্ঠায় জনমত গড়তে দেশের সকল জেলায় কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে ভোক্তা অধিকার সংস্থা ‘কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস)’। সোমবার (১৪ অক্টোবর) সিসিএস-এর ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে ভোক্তা অধিকার নিয়ে জেলা পর্যায়ে কাজ করতে ইচ্ছুক স্বেচ্ছাসেবীদের আবেদন করতে বলা হয়েছে। আবেদনের লিংক : https://forms.gle/797HQ3SHFWeXE4Qq5

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নতুন বাংলাদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ভোক্তা অধিকার লঙ্ঘন ও সেবাখাতে অনিয়ম প্রতিরোধে সামাজিক সচেতনতা সৃষ্টি, জনমত গঠন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যক্রমে সার্বিক সহায়তার উদ্দেশে ভোক্তা অধিকার সংস্থা ‘কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস)’ দেশের জেলায় জেলায় ‘জেলা কমিটি’ করার উদ্যোগ নিয়েছে।’

আরো পড়ুন  নির্দিষ্ট তারিখের পর কাজে না ফিরলে পুলিশ সদস্যদের পলাতক ঘোষণা

‘এ জন্য ভোক্তা অধিকার প্রতিষ্ঠায় জেলা পর্যায়ে কাজ করতে আগ্রহী স্বেচ্ছাসেবী/সমাজসেবার মানসিকতাসম্পন্ন ব্যক্তিদের সিসিএস-এর সদস্য ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে অনুরোধ করা হলো।’

প্রসঙ্গত, দেশে খাদ্যে ভেজাল প্রতিরোধ ও ভোক্তা অধিকার রক্ষায় সচেতনতা সৃষ্টির ২০১৩ সাল থেকে কাজ করে যাচ্ছে বেসরকারি ভোক্তা অধিকার সংস্থা ‘কনশাস কনজ্যুমার্স সোসাইটি; (সিসিএস)। সংগঠনটি এতদিন শিক্ষার্থীদের নিয়ে কাজ করলেও এবার জেলা পর্যায়ে বৃহৎ পরিসরে কাজ করার উদ্যোগ নিয়েছে। ইতিপূর্বে প্রায় ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ হাজার স্বেচ্ছাসেবীর বিশাল নেটওয়ার্ক গড়ে তুলেছে সিসিএস এর যুব শাখা ‘কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ’ (সিওয়াইবি)।

আরো পড়ুন  এস আলমের টাকা সাদা করে যুগ্ম কমিশনার বরখাস্ত

দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হলে ‘করোনায় স্বেচ্ছাসেবী’ নামে প্লাটফর্ম করে দেশের ৬৩টি জেলা ও ৩৪৫টি থানায় স্বেচ্ছাসেবী দল গঠন করে সিসিএস। এই প্লাটফর্মে প্রায় ১২ হাজার স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন। দেশে করোনায় মৃত্যু শুন্যের কোটায় আসলে ‘করোনায় স্বেচ্ছাসেবী’কে স্থায়ী রূপ দিয়ে নাম দেওয়া হয় ‘সিসিএস স্বেচ্ছাসেবী’।

২০১৩ সাল থেকে সিসিএস কাজ শুরু করে এবং ২০১৬ সালে সরকার জাতীয় পর্যায়ের বেসরকারি সংস্থা হিসেবে রেজিষ্ট্রেশন পায়। এর মধ্যে ভোক্তা অধিকার বিষয়ে সেমিনার, শিক্ষার্থীদের প্রশিক্ষণ, উচ্চ আদালতে একাধিক রিট পিটিশন দায়ের, ভোক্তাস্বার্থে মানববন্ধনসহ শতাধিক কর্মসূচি করেছে প্রতিষ্ঠানটি।

আরো পড়ুন  ৩৬ জুলাই পর্যন্ত নিহতদের স্মরণে স্মৃতিস্তম্ভ স্থাপনের নির্দেশ

সর্বশেষ সংবাদ