ইসরাইলের যুদ্ধ শুরু হওয়ার পর গাজায় এখন পর্যন্ত কমপক্ষে ৮,৫৭২ ফিলিস্তিনি শিক্ষার্থী এবং অধিকৃত পশ্চিম তীরে ১০০ শিক্ষার্থী নিহত হয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম ওয়াফা এই খবর দিয়েছে।
মঙ্গলবার (২ জুলাই) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, গাজা ও পশ্চিম তীরে কমপক্ষে ৪৯৭ জন শিক্ষক ও প্রশাসক নিহত এবং ৩,৪০২ জন আহত হয়েছেন।
প্রতিবেদনে আরও বলা হয়, গাজায় ৩৫০ টিরও বেশি সরকারি স্কুল, বিশ্ববিদ্যালয় এবং জাতিসংঘ পরিচালিত ৬৫টি স্কুলভবনে বোমা হামলা ও ভাঙচুর চালিয়েছে ইসরাইল।
গাজার প্রায় ৬ লাখ ২০ হাজার শিক্ষার্থী স্কুলে ভর্তি হতে পারছে না। তাদের মধ্যে বেশিরভাগ শিক্ষার্থীই মানসিকভাবে ট্রমায় আক্রান্ত হয়ে পড়েছে।
গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের সংগঠন হামাসের হামলার পর গাজায় যুদ্ধ শুরু করে ইসরাইল। এ পর্যন্ত ইসরাইলের হামলায় গাজা উপত্যকায় অন্তত ৩৭ হাজার ৯শ ২৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮৭ হাজার ১ শ ৪১ জন।