27 C
Dhaka
Friday, July 5, 2024

হাজারীবাগে আগুনে পুড়ল বস্তির ঘর

রাজধানীর হাজারীবাগে একটা টিনশেড বস্তিতে আগুন লেগে দোকানঘর, রিকশার গ্যারেজসহ কয়েকটি স্থাপনা পুড়ে গেছে।

শুক্রবার বেলা ১২টার আগে হাজারীবাগ ঝাউচরের মোড়ের ওই বস্তিতে আগুন লাগে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

খবর পেয়ে হাজারীবাগ, লালবাগ ও মোহাম্মদপুর ফায়ার স্টেশনের ২টি করে এবং সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের একটিসহ মোট ৭টি ইউনিট আগুন নেভাতে যায়।

আরো পড়ুন  কিশোর গ্যাং ‌‘আলামিন গ্রুপে’র লিডারসহ গ্রেপ্তার ৮

বেলা ১২টা ৪০ মিনিটের দিকে আগুণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়।

হাজারীবাগ থানার এসআই নিকলেশ চন্দ্রকর পলাশ বলেন, “ আগুনে বস্তির ১৫-১৬টি ঘর পুড়ে গেছে।”

তবে হতাহত হয়নি বলে জানান তিনি।

এসআই নিকলেশ বলেন, “আরএস নামের একটি পেট্রোল পাম্পের লাগোয়া ময়লার ডিপোর বিপরীতে একটি ভাংগারির দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আরো পড়ুন  কি বলে আনারকে অভ্যর্থনা জানান শিলাস্তি

“আগুনে মসজিদসংলগ্ন টিনসেড মাদ্রাসা, মসজিদের সাথে ৮ টি চায়ের টং দোকান, দুইটি ভাংগারি দোকান, একটি রিকশার গ্যারেজসহ ১৫-১৬টি স্থাপনা পুড়েছে।”

ক্ষয়ক্ষতির পরিমাণ অনুমান ১৫-২০ লাখ টাকা বলে ধারণা এই পুলিশ কর্মকর্তার।

সর্বশেষ সংবাদ