28 C
Dhaka
Monday, October 14, 2024

রোববার সকালে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে ‘রিমাল’, আঘাত হানবে যেখানে

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আজ বিকেল নাগাদ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এরপর দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলে প্রবলবেগে আঘাত হানতে পারে ‘রিমাল’ নামক এ ঘূর্ণিঝড়টি।

শনিবার (২৫ মে) সকালে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ মনোয়ার হোসেন।

তিনি বলেন, বাংলাদেশের খেপুপাড়া এবং ভারতের কিছু অংশের ওপর দিয়ে ঘূর্নিঝড়টি প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল দুপুর নাগাদ এটি বাংলাদেশ অতিক্রম করতে পারেও বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আরো পড়ুন  ফি ছাড়াই ঢাকা সেনানিবাসে চাকরির সুযোগ, আবেদন করবেন যেভাবে

এর আগে, আবহাওয়া অধিদফরের পক্ষ থেকে আজ সকালে নিম্নচাপ সৃষ্টির কথা জানানো হয়। ফলে, দেশের চার সমুদ্রবন্দরে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়। মাছ ধরার যানগুলোকেও গভীর সমুদ্রে না যাওয়া এবং দ্রুত উপকূলে ফেরার নির্দেশ দেয়া হয়েছে।

ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার কারণে উপকূলসহ দেশের বিভিন্ন স্থানে আজ থেকেই ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে। সাথে থাকবে দমকা ও ঝড়ো হাওয়া। বর্তমানে নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ রয়েছে ঘণ্টায় ৪০ কিলোমিটার। এটি ৫০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। এর প্রভাবে সাগরও বর্তমানে উত্তাল রয়েছে।

আরো পড়ুন  যে ভাবে পলককে ফুল হাতে শুভেচ্ছা জানালো রোবট!
সর্বশেষ সংবাদ