28 C
Dhaka
Tuesday, October 15, 2024

সমুদ্রে ভাসা বোতল দেখে ভেবেছিল মদ, পান করে ৪ জেলের মৃত্যু

সমুদ্রে কিছু বোতল ভাসছিল। সেগুলো কুড়িয়ে মাছ ধরার নৌকায় তোলা হয়। জেলেরা ভেবেছিল সেগুলোতে মদ রয়েছে। পরে সেই বোতলগুলো থেকে অজানা তরল পান করে চার জেলের মৃত্যু হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলীয় শহর টাঙ্গালে থেকে ৩২০ নটিক্যাল মাইল দূরে জেলেরা মাছ ধরার সময় ওই বোতলগুলো পায়।

আরো পড়ুন  মাশাদে রাইসিকে দাফন করা হবে আজ

শ্রীলঙ্কার নৌবাহিনী জানায়, জেলেরা মদ ভেবে সেই বোতলে থাকা তরল পান করে। এর পরই চার জেলের প্রাণহানি ঘটে। এ ছাড়া আরও দুজন গুরুতর আহত হন।

শ্রীলঙ্কার মৎস্য ও জলজ সম্পদ বিভাগের মহাপরিচালক সুসান্থ কাহাওয়াত্তে স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, নৌবাহিনী জেলেদের তীরে ফিরিয়ে আনার চেষ্টা করছে। অসুস্থ জেলেদের চিকিৎসা দেয়া হচ্ছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মৃত জেলেরা ৪ জুন টাঙ্গালে শহর থেকে ডেভন নামের একটি নৌযানে করে মাছ ধরতে যান। তারা কিছু বোতল সমুদ্রে থাকা অন্যান্য জেলেদেরকেও দিয়েছিল। ওই সব জেলেদের এরইমধ্যে এ বিষয়টি জানানো হয়েছে।

আরো পড়ুন  হামাসের সুড়ঙ্গ থেকে ৩ ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধার

সমুদ্রে পাওয়া বোতলগুলোতে কোন ধরনের তরল ছিল, তা নিশ্চিত হতে তদন্ত শুরু করেছে শ্রীলঙ্কান কর্তৃপক্ষ।

সর্বশেষ সংবাদ