পটুয়াখালীর দুমকী উপজেলার আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজার বাড়ি থেকে জেলেদের জন্য বরাদ্দকৃত সাড়ে ১৭ টন সরকারী ভিজিএফের চাল জব্দ করেছে দুমকী উপজেলা প্রশাসন। শনিবার (২৯ জুন) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই চাল জব্দ করা হয়।
দুমকী উপজেলা প্রশাসন দুমকী থানা পুলিশের সহায়তায় উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিন এই চাল জব্দ করেন।
দুমকী উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিন জানান, জব্দকৃত ৩৫০ বস্তা চালের প্রতিটি বস্তায় ৫০ কেজি করে চাল রয়েছে। সরকারি চাল গোডাউন ব্যতীত কোনো ব্যক্তিগত বাসা বাড়িতে রাখার নিয়ম নেই। এটি অপরাধ। এ বিষয়ে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানান।
এছাড়া ঘটনার সময় চেয়ারম্যান গোলাম মর্তুজা বাড়িতে না থাকায় তাকে খবর দেয়া হয়েছে বলেও জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার।