27 C
Dhaka
Saturday, July 13, 2024

জাতীয় দলে ডাক পেয়ে ‘উত্তেজনায়’ মোবাইল-পাসপোর্ট হারালেন তরুণ ক্রিকেটার

জাতীয় দলে সুযোগ পাওয়ার আনন্দে নিজের পাসপোর্ট হারিয়ে ফেলেছিলেন। হারিয়ে ফেলেন মোবাইল ফোনও। জিম্বাবুয়ের পৌঁছে এমনটাই জানিয়েছেন ভারতের তরুণ ক্রিকেটার রিয়ান পরাগ। একই সঙ্গে ভালো পারফরম্যান্স নিয়ে আশাবাদী অসমের এই ক্রিকেটার।

আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে ভালো পারফরম্যান্সের পর টি-টোয়েন্টি বিশ্বকাপের সুযোগ পাননি। কিছুটা হতাশ হয়ে পড়েছিলেন অসমের ক্রিকেটার। সেই রিয়ানই জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ের ভারতীয় দলে সুযোগ পেয়ে উচ্ছ্বসিত।

জিম্বাবুয়ে পৌঁছে রিয়ান বলেছেন, ‘ছোট থেকে স্বপ্ন দেখতাম দেশের হয়ে খেলার। ক্রিকেট খেলার জন্য অনেক সফর করেছি। ভারতীয় দলের জার্সি গায়ে এই প্রথম সফর করলাম। এই সফরটা একদম আলাদা। খুব উত্তেজিত লাগছে।’

আরো পড়ুন  বাংলাদেশিদের প্রতি সিকান্দার রাজা ‘আমি তোমাদের ভালোবাসি’

তিনি আরও বলেন, ‘ভারতীয় দলের সঙ্গে বিদেশ সফরে যাব, এটা শোনার পর থেকেই খুব উত্তেজিত ছিলাম। উত্তেজনায় মোবাইল আর পাসপোর্ট নিতেই ভুলে গিয়েছিলাম। ভুলে গিয়েছিলাম বললে একটু ভুল বলা হয়, কোথায় রেখেছি মনে করতে পারছিলাম না।’

শুভমন গিলের দলের হয়ে নিজের সেরাটা দিতে চান রিয়ান। অসমের এই ক্রিকেটার বলেন, ‘এই দলটা নতুন। বেশ নতুন দল। এই ভারতীয় দলের অনেক নতুন মুখ রয়েছে। আবার পুরনো মুখও রয়েছে কিছু। তবে সকলের সঙ্গে যথেষ্ট খেলার অভিজ্ঞতা রয়েছে আমার।’

আরো পড়ুন  মারা গেলেন আর্জেন্টিনাকে প্রথম বিশ্বকাপ জেতানো কোচ

নিজের সুযোগ পাওয়া নিয়ে রিয়ান বলেছেন, ‘অসমের এক যুবক এই স্বপ্নটা দেখত। অবশেষে সেই স্বপ্নটা বাস্তব হয়েছে। এটা খুব সুখের মুহূর্ত। প্রথম সফর, তাই জ়িম্বাবোয়ের সঙ্গে একটা আলাদা যোগাযোগ থাকবে। প্রথম ম্যাচ যেখানে খেলার সুযোগ পাব, সেই মাঠের সঙ্গে একটা নিবিড় সম্পর্ক তৈরি হবে। যেটা খুব গোপন থাকবে।’

ভারত-জিম্বাবুয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৬ জুলাই থেকে। টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের শিবম দুবে ছাড়া কোনও সদস্য এই সিরিজি নেই। রিজার্ভ সদস্য হিসাবে যাওয়া রিঙ্কু সিংহ, খলিল আহমেদরা আছেন এই দলে।

আরো পড়ুন  বাংলাদেশের সুপার এইট ম্যাচের আগে সাইফউদ্দিনের জন্য সুসংবাদ
সর্বশেষ সংবাদ