27 C
Dhaka
Wednesday, July 3, 2024

আইসক্রিমে পাওয়া গেল বিষাক্ত কেমিক্যাল, অতঃপর…

চট্টগ্রামের সীতাকুণ্ডে কুমিরা ও বাড়বকুণ্ড ইউনিয়ন এলাকায় অনুমোদনহীন, অস্বাস্থ্যকর পরিবেশ ও বিষাক্ত কেমিক্যাল দিয়ে আইসক্রিম তৈরি করে দামি মোড়কে বাজারজাত করা হতো। এ সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে গোল্ডেন আইসক্রিম ও বিসমিল্লাহ আইজবার ফ্যাক্টরিকে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা করেন। এ সময় ফ্যাক্টরি দুটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

আরো পড়ুন  শিশু সুফিয়াকে ধর্ষণের পর হত্যা, জড়িতদের ফাঁসি চায় এলাকাবাসী

শনিবার (১১ মে) দুপুর ১২টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন এ অভিযান পরিচালনা করেন।

এ সময় তিনি বলেন, গোল্ডেন আইসক্রিম ও বিসমিল্লাহ আইজবার ফ্যাক্টরিতে আইসক্রিম তৈরির ক্ষেত্রে বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করা হয়। এ ছাড়াও অস্বাস্থ্যকর পরিবেশ ও দামি মোড়কে এ আইসক্রিমগুলোকে বাজারজাত করা হয়। যা মানব দেহের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর।

আরো পড়ুন  নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে লরি, প্রাণ গেল মামা-ভাগনের

তিনি আরও বলেন, আইসক্রিম তৈরিতে ক্ষতিকর রংও ব্যবহার করা হচ্ছিল। এসব অপরাধে ফ্যাক্টরি দুটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় অনেকটি আইসক্রিম বিনষ্ট করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

অভিযানে সীতাকুণ্ড মডেল থানার এসআই কাইমুলের নেতৃত্বে পুলিশের একটি টিম উপস্থিত ছিল।

সর্বশেষ সংবাদ