৩৪ ঘণ্টা পর খুলনার পানখালি ফেরিঘাট থেকে নদীতে পড়ে নিখোঁজ শিশু রিধীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বুধবার (৮ মে) সকাল ৭টায় ফেরি ঘাটের অদূরে নদীর কিনার থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
রিধীর বটিয়াঘাটা উপজেলার মৎস্য অফিসে মেরিন ফিশারিজ কর্মকর্তার মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দাকোপের স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আবুল বাসার।
তিনি বলেন, সোমবার (৬ মে) রাত ৯টা থেকে নিখোঁজ ওই শিশুকে উদ্ধারে অভিযান শুরু হয়। তবে রাতে প্রতিকূল আবহাওয়ায় নদীতে নামতে পারেনি ডুবুরিরা। মঙ্গলবার (৭ মে) ভোর ৬টা থেকে দিনভর অভিযান চালিয়েও তার সন্ধান মেলেনি। আলোর স্বল্পতায় এদিন কাজ বন্ধ করা হয়। পরে বুধবার ভোরে আবারও অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। সকাল ৭টার দিকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে সোমবার রাত ৯টার দিকে খুলনার দাকোপ উপজেলায় ঝপঝপিয়া নদীর পানখালি ফেরিঘাটে ফেরি ও পল্টুনের মাঝে থাকা ফাঁকে পড়ে শিশু রিধী রায় শিশু নিখোঁজ হয়। শিশুটি পরিবারের সঙ্গে সুন্দরবনের করমজল ভ্রমণ শেষে বটিয়াঘাটায় ফিরছিলো।