27 C
Dhaka
Tuesday, July 2, 2024

প্রিসাইডিং অফিসারের কাছ থেকে সিল মারা ব্যালট পেপার উদ্ধার

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলা নির্বাচন চলাকালীন প্রিসাইডিং অফিসারের কাছ থেকে সিল দেওয়া অবস্থায় ৩টি ব্যালট পেপার উদ্ধার করা হয়েছে।

বুধবার (৮ মে) বেলা ২টায় বাকেরগঞ্জের ৩নং কেন্দ্র জে এস ইউ মডেল হাইস্কুলে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তির নাম সিরাজুল ইসলাম। তিনি ওই কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন। এছাড়া বাকেরগঞ্জ কাকরদা জনতা ব্যাংকের কর্মকর্তা।

আরো পড়ুন  মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করেন ডা. রোমানা, অতঃপর...

সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেছেন, এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে প্রিসাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসার জবাব না দিয়ে এড়িয়ে জান।

জানা যায়, ব্যালট বক্সে রাজিব আহমেদ তালুকদারের কাপ পিরিচ প্রতীকে সিল মারা ব্যালট বাক্সে ঢুকাতে গেলে ঐ সময় অন্য প্রার্থীদের এজেন্টদের সন্দেহ হলে তারা জিজ্ঞেস করে ও ব্যালট বক্সে ঢুকাতে নিষেধ করে। এ নিয়ে তর্ক বিতর্ক শুরু হয়। তর্ক বিতর্কের একপর্যায়ে বিষয়টি জানাজানি হলে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বিশ্বাস মুতিয়র রহমান বাদশা ঘটনাটি নিয়ে চ্যালেঞ্জ করেন ও তাদের কাছ থেকে ৩টি কাপ পিরিচ প্রতীকে সীল মারা ব্যালট পাওয়া যায়।

আরো পড়ুন  সাদাপাথর পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

এ ঘটনায় উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী বিশ্বাস মুতিয়র রহমান বাদশা বলেন, আমি লিখিত অভিযোগ দিয়েছি এখন পর্যন্ত প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।

সর্বশেষ সংবাদ